অপরিবর্তিত থাকছে করমুক্ত আয়ের সীমা
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রেখার প্রস্তাব দিয়েছেন। গত কয়েক বছর ধরে এই আয়সীমা বাড়ানো হলেও এবার আর তা বাড়বে না।
বর্তমান অর্থবছরে করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা অপরিবর্তিত থাকছে আগামী বাজেটে। অর্থাৎ ব্যক্তিগত বার্ষিক আয় আড়াই লাখ টাকার মধ্যে হলে আয়কর প্রযোজ্য হবে না।
অর্থমন্ত্রী বাজেট প্রস্তাব পেশ করার সময় নারী ও ৬৫ ঊর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা বলে উল্লেখ করেন।
এছাড়াও, প্রতিবন্ধী ব্যক্তিদের করমুক্ত আয়ের সীমা ৪ লাখ এবং সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানানো হয়।
প্রস্তাবিত বাজেটে আরও বলা হয়, করদাতার বার্ষিক আয় আড়াই লাখ থেকে ৪ লাখ টাকার মধ্যে হলে আয়ের ১০ শতাংশ কর হিসেবে দিতে হবে।
বার্ষিক আয় ৫ লাখ টাকা হলে ১৫ শতাংশ, ৬ লাখ টাকা হলে ২০ শতাংশ এবং ৩০ লাখ টাকা বা এর বেশি হলে ২৫ শতাংশ আয়কর দিতে হবে।
Comments