‘অপারেশন টোয়াইলাইট’ সমাপ্ত

TV-grab
সিলেটে আজ সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে সেনা নেতৃত্বাধীন ‘অপারেশন টোয়াইলাইট’-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। ছবি: সংগৃহীত

সিলেটের ‘আতিয়া মহল’-এ সেনা বাহিনী নেতৃত্বাধীন জঙ্গি বিরোধী ‘অপারেশন টোয়াইলাইট’-কে আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলটি আজ বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ রাত সোয়া ৮টার দিকে শুরু হওয়া এক প্রেস ব্রিফিংয়ে মিলিটারি ইন্টেলিজেন্স এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান এ কথা জানান।

ঘটনার বিবরণ দিয়ে তিনি গণমাধ্যমকে বলেন যে ‘আতিয়া মহল’ বাড়িটিকে জঙ্গিরা বিস্ফোরক বসিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে রেখেছিল। এ অবস্থায় আমাদের লক্ষ্য ছিল বাড়িটির অন্যান্য বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করা হয় এবং জঙ্গিদের নির্মূল করা।

“আমরা বাড়িটির ৭৮জন সদস্যকে নিরাপদে সরিয়ে আনতে পেরেছি। এটা ছিল আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।”

ফখরুল আরও বলেন যে, জঙ্গিদের মধ্যে দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়ে পুলিশ প্রশাসন পরে জানাবেন।

তিনি এই অপারেশনটিকে জঙ্গি দমন অভিযানের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে সেনা বাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত শুক্রবার শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত চার জঙ্গি এবং দুই পুলিশ অফিসারসহ মোট ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪০ জন।

Comments

The Daily Star  | English

If consensus commission fails, it will be a collective failure: Ali Riaz

He made the remarks in his opening statement during the 14th day of the second phase of dialogues with political parties

1h ago