অর্জুন টেন্ডুলকারে আগ্রহ গ্লেন ম্যাকগ্রার
একদিকে বল হাতে গ্লেন ম্যাকগ্রা ও অন্য প্রান্তে শচীন টেন্ডুলকার। দুজনের লড়াইটা ছিল সমানে সমানে। দুজনেই ক্রিকেট লিজেন্ড। যে লড়াই দেখার জন্য ক্রিকেট ভক্তরা চাতকের মত অপেক্ষায় থাকত তা এখন অতীত। কিন্তু বাবার অস্থিমজ্জায় ক্রিকেট থাকায় তার অনেকটাই পেয়েছেন জুনিয়র টেন্ডুলকার। স্থানীয় গণমাধ্যমেও শচীনপুত্রকে নিয়ে মাতামাতি হয়েছে। এই অর্জুন টেন্ডুলকারকে নিয়েই এবার আগ্রহী হয়েছেন খোদ গ্লেন ম্যাকগ্রা। বল হাতে অর্জুন কেমন সেটাই দেখতে চাইছেন তিনি।
মঙ্গলবার ম্যাকগ্রা সাংবাদিকদের বলেন, “শচীনের ছেলের বয়স কত হবে, সতেরো, আমার ছেলেরও তাই। আমি এখনও ওকে বোলিং করতে দেখিনি তবে দেখার খুব আগ্রহ। সে নিশ্চয়ই ভালো করবে।”
ম্যাকগ্রা জানান যে ব্যাটিংয়ে লিটল মাস্টার হয়ে ওঠার আগে শচীন কিন্তু ফাস্ট বোলারই হতে চেয়েছিলেন। এমআরএফ পেস একাডেমি চালু হওয়ার পর যারা প্রথম এসেছিল শচীন তার মধ্যে ছিল। শচীনের ছেলের উচ্চতা নিয়ে সাংবাদিকদের জিজ্ঞাসা করতেই উপস্থিত সবাই জানিয়ে দেন ছেলে বাবার চেয়ে লম্বা হয়েছে। আর বাড়তি উচ্চতা বাড়তি সুবিধা দেয় ম্যাকগ্রার উচ্চতাই এর সবচেয়ে বড় প্রমাণ।
ভারতের মেয়েদের ক্রিকেট দলের নেট প্র্যাকটিসে বোলিং করতে গিয়ে খবরের শিরোনাম হয় অর্জুন তেন্ডুলকার। মেয়েদের বিশ্ব কাপে তখন ইংল্যান্ডের বিপক্ষে ভারতের মেয়েদের ফাইনাল খেলার প্রস্তুতি চলছিল। তবে মাত্র নয় রানের জন্য ভারত ওই ম্যাচে হেরে যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Comments