অলিম্পিকের মশাল বহন করবেন ইউনুস

নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস আসন্ন রিও অলিম্পিকের মশাল বহন করবেন | ব্রাজিলের রিও শহরে ৫ অগাস্ট শুরু হতে যাচ্ছে এবারের অলিম্পিক গেমসের আসর |

নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস আসন্ন রিও অলিম্পিকের মশাল বহন করবেন | ব্রাজিলের রিও শহরে ৫ অগাস্ট শুরু হতে যাচ্ছে এবারের অলিম্পিক গেমসের আসর |

আন্তর্জাতিক অলিম্পিক গেমসের সভাপতি থমাস ব্যাচ প্রফেসর ইউনুসকে ২০১৬ সালের অলিম্পিক আসরের মশাল বহন করার জন্য নির্বাচিত করেন |

অলিম্পিক গেমসের জন্মস্থান, গ্রিসের অলিম্পিয়া শহরে ২১ এপ্রিল ঐতিহ্যবাহী শিখা জ্বালানোর মধ্য দিয়ে শুরু হয় অলিম্পিকের মশাল যাত্রা |

পৃথিবীর প্রায় ৩০০ টি শহর ঘোরার পরে অলিম্পিকের মশাল যাত্রাটি আগামী ৫ অগাস্ট বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে |

ইউনুস সেন্টারের জানায়, আগামী ৪ অগাস্ট মশাল যাত্রার চূড়ান্ত পর্যায়ে প্রফেসর ইউনুস মশালটি বহন করবেন |

Comments

The Daily Star  | English

Hasina’s energy adviser Tawfiq-e-Elahi held

Former prime minister Sheikh Hasina’s energy adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from the capital’s Gulshan area last night.

4h ago