অসুস্থ স্ত্রীকে দেখতে লন্ডন যাচ্ছেন শফিক রেহমান
অসুস্থ স্ত্রী তালেয়া রেহমানকে দেখতে আজ শুক্রবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাংবাদিক শফিক রেহমান।
শফিক রেহমানের ব্যক্তিগত সহকারী সজীব ওনাসিস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আজ সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে শফিক রেহমান লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হোন।”
গতকাল সাংবাদিক শফিক রেহমানকে বিদেশ যেতে বাধা দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এখন জামিনে রয়েছেন শফিক রেহমান। পাঁচ মাস জেল হাজতে থাকার পর গত বছর ৬ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি।
Comments