অস্ট্রেলিয়া দলের বাসে ঢিলের পর নিরাপত্তা জোরদার
অস্ট্রেলিয়া দলকে বহনকারী বাসে পাথর ঢিলের ঘটনার পর আজ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফরকারীদের পক্ষ থেকে বলা হয়, অন্য একটি যানবাহন থেকে পাথর মারার ঘটনাটি ঘটে থাকতে পারে।
ঘটনাটি গতকালের। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা ম্যানেজার সিন ক্যারোল এক বিবৃতিতে বলেন, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে হোটেলে ফেরার সময় হঠাৎ ঢিল লাগে অস্ট্রেলিয়া দলের বাসে। ছোট পাথর খণ্ডের আঘাতে কেউ আহত হয়নি। তবে বাসের একটি জানালা ভেঙে গেছে।
“দলের নিরাপত্তা কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছে। তারা ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। ছোট পাথরের আঘাতে এমনটা হয়ে থাকতে পারে।”
ক্যারোল বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে নিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। মাঠ থেকে হোটেলের মধ্যবর্তী পথের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তবে পুরো ঘটনাটি নিছক কোনো দুর্ঘটনা হতে পারে এমন সম্ভাবনার কথাও বলেছে বাংলাদেশ কর্তৃপক্ষ।
Comments