আইন মন্ত্রণালয় উল্টো করেছে: প্রধান বিচারপতি

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত নতুন যে বিধিমালা আইন মন্ত্রণালয় দিয়েছে তা পুরোপুরিভাবে গ্রহণ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট।
আইন মন্ত্রণালয়ের প্রতি অসন্তোষ জানিয়ে আদালত আজ বলেন, মাসদার হোসেন মামলার রায়ে যেসব নির্দেশনার আলোকে বিধিমালা করার কথা ছিল আইন মন্ত্রণালয় তার উল্টো করেছে।
নির্বাহী বিভাগ থেকে বিচারবিভাগ পৃথকীকরণ মামলাটি মাসদার হোসেন মামলা নামে পরিচিত।
নতুন পেশ করা বিধিমালা নিয়ে চলতি সপ্তাহেই বিচারক, আইনমন্ত্রী, এটর্নি জেনারেল ও সরকারি কর্মকর্তা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের নিয়ে আলোচনায় বসতে বলেছেন আদালত। বেলা ২টার থেকে রাত ১২টার মধ্যে যেকোনো সময় এই আলোচনা হতে পারে জানিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ আগামী ৬ আগস্ট এ বিষয়ে পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেছেন।
প্রধান বিচারপতি বলেন, ১৮৬১ সাল থেকে নিম্ন আদালতের বিচারকদের ওপর হাইকোর্টের কর্তৃত্ব রয়েছে। কিন্তু সরকার যে বিধিমালা দিয়েছে তাতে সহকারী জজদের ওপর জেলা জজের কর্তৃত্ব দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার নতুন খসড়া বিধিমালা দিয়েছেন সে অনুযায়ী প্রধান বিচারপতি আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারবেন না বলেও উল্লেখ করেন সুরেন্দ্র কুমার সিনহা।
এটর্নি জেনারেলকে সুপ্রিম কোর্ট ও সরকারের মধ্যে ‘সেতু’ হিসেবে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, আলোচনার জন্য এটর্নি জেনারেল সরকারের সাথে আলোচনা করবে যেন পূর্ণাঙ্গ বিধিমালা প্রণয়ন করা যায়।
Comments