আইপিএলের প্রথম ধাপে থাকছেন না সাকিব, মুস্তাফিজ
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বোলার মুস্তাফিজুর রহমান আগামী ৫ এপ্রিল শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ধাপে খেলতে পারছেন না।
এবিপিলাইভের এক খবরে আজ বৃহস্পতিবার জানানো হয় যে সাকিব এবং মুস্তাফিজ সে সময় বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে থাকবেন। সফরকারীরা লঙ্কানদের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
সম্প্রতি ভারতের বিপক্ষে হায়দরাবাদে অনুষ্ঠিত একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ দল হারলেও ভারতের আবহাওয়ায় খেলার সক্ষমতা সাকিব প্রমাণ করতে পেরেছেন।
কাটার-মাস্টারখ্যাত মুস্তাফিজ ইনজুরির কারণে ভারত সফরে থাকতে না পারলেও শ্রীলঙ্কা সফরে তাঁর অংশগ্রহণের সমূহ সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত বছর সাকিব খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সে এবং মুস্তাফিজ খেলেছিলেন গতবারের শিরোপা বিজয়ী সানরাইজার্স হায়দরাবাদে। এই দলের শিরোপা জেতার পেছনে মুস্তাফিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
Comments