‘আজ আমরা মাশরাফির জন্য খেলবো’

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তাঁর অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই এক ধরনের বিষাদময় পরিবেশ বিরাজ করছে বাংলাদেশ দলের ভেতর। এমন অবস্থায় আজ স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তবে মাশরাফি চেষ্টা করে যাচ্ছেন দল যেন কোনভাবেই বিমর্ষ হয়ে না পড়ে। শুধু তাই নয় দলকে অনুপ্রেরণা দিচ্ছেন যাতে এই ম্যাচটিতে জয় আসে।
গতকাল কলম্বোর তাজ সমুদ্র হোটেলে সাংবাদিক সম্মেলনে ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন বলেন, “প্রতিটি ম্যাচের আগে আমরা খেলোয়াড়রা নিজেদের মধ্যে আলোচনা করে নেই। এমন অবস্থায় আমরা জানতে পারি মাশরাফি ভাই এই সিরিজের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিবেন।”
“এতে আমরা খুবই অবাক হই। প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি। মাশরাফি ভাই আমাদের বড় ভাই, অভিভাবক, অধিনায়ক। আমি মনে করি, এখনো তাঁর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। তাই আমরা তাঁকে খুব মিস করবো।”
“তিনি সবসময়ই আমাদের অনুপ্রেরণা দিতেন। তিনি বলতেন আমরা যদি মানসিকভাবে শক্ত না হই তাহলে খেলায় জয়ী হতে পারবো না।”
মাশরাফিকে নিয়ে কথা বলার সময় খানিকটা আবেগপ্রবণ হয়ে যান মোসাদ্দেক।
মোসাদ্দেক বলেন, “তাঁর এমন সিদ্ধান্তের পর আমরা কয়েকজন তাঁর রুমে গিয়েছিলাম। সেসময় এটা আমাদের জন্য অনেক আবেগঘন বিষয় ছিল। তিনি আমাদের বলেন, তুমি, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান আমাদের আগামী প্রজন্মের খেলোয়াড়। তোমাদেরই একজন হবে দলের অধিনায়ক। তাই সেভাবে নিজেদের প্রস্তুত করো। আমাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি যেভাবে খেলছ তা যদি চালিয়ে যেতে পারো তাহলে তুমি অধিনায়ক হতে পারবে। আমি তাঁর এই মন্তব্য থেকে অনেক উৎসাহ পেয়েছি।”
যদিও মাশরাফির অবসরের ঘোষণা এই ম্যাচের আগে একটা মন খারাপ-করা পরিবেশ তৈরি করেছে, তবে তাঁর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটি ভালোভাবেই শেষ করতে চান খেলোয়াড়রা। তাঁদের প্রিয় অধিনায়ককে জয়ের মাধ্যমে বিদায় জানাতে চান তাঁরা।
“এই ম্যাচে আজ আমাদের জয়ের কোনও বিকল্প নেই। আমি ব্যক্তিগত বলতে পারি, আজকের খেলাটা আমরা মাশরাফি ভাইয়ের জন্য খেলবো। আজ তাঁকে একটি জয় উপহার দিতে চাই।”
Comments