১ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

hilsha
ছবি: সংগৃহীত

মৎস্য অধিদপ্তর ১ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে। ইলিশের পোনা সংরক্ষণ করার জন্য আগামী ২২ অক্টোবর পযর্ন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

এদিকে, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা নিষেধাজ্ঞার এ সময়ে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালীন ক্ষতিপূরণ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের কথা ভাবা হয়নি।

বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত গণমাধ্যমকে বলেন, তারা সরকারের এই নিষেধাজ্ঞার বিরোধিতা করছে না। তবে তাদের দাবি এ সময় ক্ষতিগ্রস্ত জেলেদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক।

মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক এবং বরিশাল বিভাগীয় মৎস্য কর্মকর্তা বজলুর রশিদ জানান, এই নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা দেখতে জেলা ও উপজেলা প্রশাসন এবং নৌবাহিনী, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Wasa water stinks

For the past two weeks, Siddiqur Rahman, a resident of Shantibagh in Dhaka, has been receiving water from Dhaka Wasa infested with insects and accompanied by a strong stench.

12h ago