আন্তর্জাতিক নারী দিবস

আজ বিমানের যে ফ্লাইটের নিয়ন্ত্রণে থাকবেন শুধুমাত্র নারীরা

স্টার ফাইল ছবি

বাংলাদেশে প্রথমবারের মত শুধুমাত্র নারীরা একটি বিমান ফ্লাইট পরিচালনা করতে চলেছেন। আজ দুপুর সোয়া ১টায় ঢাকা থেকে সিলেটগামী ১৬০ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি সম্পূর্ণভাবে নারী পাইলট ও ক্রুদের নিয়ন্ত্রণে থাকবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের পতাকাবাহী বিমান সংস্থা এই ব্যবস্থা নিয়েছে। এর আগে বাংলাদেশ বিমানের কোন ফ্লাইট শুধুমাত্র নারীরা পরিচালনা করেননি।

ছয় জন নারী ক্রুসহ বিজি-০৬০৩ ফ্লাইটটির দায়িত্বে থাকবেন ক্যাপ্টেন তানিয়া রেজা ও ফার্স্ট অফিসার সারোয়াত সিরাজ অন্তরা। শুধু আকাশেই নয় বিমানবন্দরেও এই ফ্লাইটের নিরাপত্তা ও ব্যবস্থাপনার কাজ করবেন নারীরা।

ফার্স্ট অফিসার অন্তরা মনে করেন, বিমানের বিশেষ এই ফ্লাইটটি দেশের নারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর একে বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের অগ্রগতির প্রমাণ হিসেবে দেখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

দেশের জন্য এটি একটি সুসংবাদ বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, “নারীরা প্রমাণ করেছেন তারা কোন ক্ষেত্রেই আর পিছিয়ে নেই।” এই ফ্লাইটের পাইলট ও ক্রুদের প্রতি শুভকামনাও জানিয়েছেন তিনি।

গত ৩ মার্চ শুধুমাত্র নারীদের দ্বারা পরিচালিত এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ সারা বিশ্ব পরিভ্রমণ সম্পন্ন করে। ইতিহাস সৃষ্টিকারী এই ঘটনায় বোয়িং ৭৭৭ বিমানটি প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নয়া দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যায়। সেখান থেকে আটলান্টিক পাড়ি দিয়ে বিমানটি ফের নয়া দিল্লিতে ফিরে আসে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

2h ago