আপন জুয়েলার্সের ৪৯৫ কেজি স্বর্ণ জব্দ

বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আপন জুয়েলার্সের ৪৯৫ কেজি স্বর্ণ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা এবং তদন্ত বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, আজ সকাল ৯টার দিকে স্বর্ণ জব্দের কাজ শুরু হয়েছে। এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে রাখা হবে বলেও তিনি জানান।
গত ১৪ ও ১৫ মে আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক এবং সীমান্ত স্কয়ারের শাখা থেকে ৪৯৮ কেজি স্বর্ণ আটক করেন গোয়েন্দা কর্মকর্তারা। এরপর, আপন জুয়েলার্সের কর্তৃপক্ষকে এসব স্বর্ণের বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়।
শুল্ক গোয়েন্দা এবং তদন্ত বিভাগের একজন কর্মকর্তা জানান যে ২৫০ কোটি টাকা মূল্যের এই স্বর্ণের কোন সঠিক কাগজপত্র দেখানো যায়নি।
সম্প্রতি, শুল্ক গোয়েন্দারা দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণালঙ্কার আপন জুয়েলার্সের ক্রেতাদের কাছে হস্তান্তর করেছে। ক্রেতারা এসব স্বর্ণালঙ্কার মেরামত করতে আপন জুয়েলার্সের কাছে দিয়েছিল।
উল্লেখ্য, বনানীর একটি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রী ধর্ষিত হওয়ার ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে আহমেদ শাফাত প্রধান অভিযুক্ত হওয়ার পর শুল্ক গোয়েন্দারা কথিত ‘ডার্টি মানি’র খোঁজে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযানে নামে।
Comments