আবারো সাময়িক বরখাস্ত গাজীপুরের মেয়র

AM Mannan
গাসিক মেয়র এমএ মান্নান। ছবি: ফাইল ফটো

গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র এমএ মান্নানকে আবারো সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেয়রের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তাঁকে আবারো বরখাস্ত করা হলো।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় আজ এক চিঠিতে মান্নানকে তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্তের আদেশ দেয়।

উল্লেখ্য, ২০১৩ সালের নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান মান্নান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারিয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন।

পরে, এক নাশকতা মামলায় আদালতে মান্ননের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় ২০১৫ সালের ১৯ অগাস্ট প্রথম তাঁকে বরখাস্ত করা হয়। এরপর, ২০১৬ সালের ১৯ এপ্রিল তাঁকে দ্বিতীয় দফায় বরখাস্ত হয়।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

26m ago