আবারো হাসপাতালে শাকিব খান

আবারো অসুস্থ হয়ে পড়েছেন শাকিব খান। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রাত ১১টার দিকেও তিনি একবার কয়েক ঘণ্টার জন্য সেখানে ভর্তি হয়েছিলেন। আজ শরীর আবার বেশি খারাপ হওয়ার কারণে তাঁকে ভর্তি হতে হয়েছে।
দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানের দুজন আত্মীয়।
শাকিব খান লিভারের সমস্যায় ভুগছিলেন বেশ কয়েকদিনে আগে থেকেই। এর মধ্যে গত কয়েকদিনের মানসিক চাপ ও অনিয়ম হওয়ায় সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েন শাকিব খান।
চারদিন ধরে শাকিব খান-অপু বিশ্বাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা–সমালোচনা চলছে দেশজুড়ে।
১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে একটানা ১২ দিন পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিং হওয়ার কথা ছিলো। সিনেমাটিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন বুবলি।
Comments