ডিএনডি জলাবদ্ধতা

আমরণ অনশনের হুমকি দিলেন শামীম ওসমান

shamim osman
সংসদ সদস্য শামীম ওসমান। ছবি: স্টার ফাইল ফটো

বহুল আলোচিত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরে জলাবদ্ধতা দূর করতে সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান।

গতকাল (২৭ জুলাই) নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনারে আয়োজিত স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই হুমকি দেন।

ডিএনডি বাঁধের ভেতরে ২০,০০০ অধিবাসী জলাবদ্ধতার কারণে কয়েক মাস থেকে দুর্ভোগের মধ্যে রয়েছেন। এখানকার ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসার ভেতরে পানি। শামীম ওসমান বলেন, যদিও ডিএনডি প্রকল্প পাশ হয়ে গেছে কিন্তু এর কাজ এখনো শুরু হয়নি।

কবে কাজ শুরু হবে তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও তিনি উল্লেখ করেন।

যদি প্রয়োজন হয় তাহলে ডিএনডি লিঙ্ক রোডের ওপর আমরণ অনশনে বসবেন বলে হুমকি দেন এই সংসদ সদস্য।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago