আমাদেরকে ধীরস্থির থাকতে হবে: সামারাবীরা

এখন পর্যন্ত এই টেস্টে সকালের সেশনে বোলাররা উইকেট থেকে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে। প্রথম ঘণ্টা খেলা পার হওয়ার পরই রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ধীর গতির হতে থাকে যা থেকে আবার ব্যাটসম্যানরা সুবিধা পায়।
থিলান সামারাবীরা

এখন পর্যন্ত এই টেস্টে সকালের সেশনে বোলাররা উইকেট থেকে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে। প্রথম ঘণ্টা খেলা পার হওয়ার পরই রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ধীর গতির হতে থাকে যা থেকে আবার ব্যাটসম্যানরা সুবিধা পায়।

মনে করা হচ্ছে, পঞ্চম দিনে উইকেটে অনেক বেশি টার্ন পাবেন বোলাররা। তবে এর ধীরগতির কারণে ব্যাটসম্যানরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।

এই দিকটাতেই নজর রাখছেন বাংলাদেশের ব্যাটিং কোচ থিলান সামারাবীরা। তার মতে ম্যাচে ড্র করতে হলে কোন উইকেট না হারিয়ে সকালের সেশন পার করতে হবে।

“আমি মনে করি যতক্ষণ সম্ভব ক্রিজে টিকে থাকতে হবে। কারণ সবাই জানে চতুর্থ ও পঞ্চম দিনে ভারত অনেক ভালো খেলে।”

গতকাল দিনের শেষে সামারাবীরা বলেন, “এই পিচটা ভালো, এটাকে আমাদের সৌভাগ্য বলতে হয়। আমি মনে করি প্রথম ঘণ্টাটা পার করতেই হবে। কারণ এই সময়ের মধ্যে ওরা উইকেট পেয়ে গেলে আমরা বিপদে পড়তে পারি।”

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রেকর্ডও খুব ভালো কথা বলে না। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৯৫ করতে পারলেও দ্বিতীয় ইনিংসের ব্যর্থতার কারণে ম্যাচটা হারতে হয়েছিল। দ্বিতীয় টেস্টেও একই রকম ঘটতে দেখা গেছে।

টেস্টের চতুর্থ ইনিংসেরও একই অবস্থা। চতুর্থ ইনিংসে মাত্র তিন বার ৯০ ওভারের বেশি ব্যাট করতে পেরেছে তারা। এই টেস্টগুলো ২০০৫, ২০০৮ ও ২০১০ সালে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়েছিল।

সারামারবীরা বলেন, “আমাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং নিয়েই আমার বেশি দুশ্চিন্তা। সত্যি বলতে আমরা খুব দ্রুত আউট হয়ে যাই। আশা করছি আমাদের ব্যাটসম্যানরা নিউজিল্যান্ড থেকে শিক্ষা নিয়ে এখানে ভালো করবে।”

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Donald Lu to visit Dhaka

US delegation’s visit: Dhaka, Washington to have ‘multi-dimensional’ talk

US Assistant Secretary Donald Lu, who is now visiting New Delhi, will travel to Bangladesh as part of the delegation

30m ago