আর জঙ্গি হামলার ভয় নেই: পুলিশ
বাংলাদেশে জঙ্গিদের হামলা চালানোর সক্ষমতা গুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে পুলিশ বলছে দেশে এই মুহূর্তে জঙ্গি হামলার আশঙ্কা নেই।
কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম রাজধানীতে আজ এক অনুষ্ঠানে বলেছেন, “জঙ্গিদের অপারেশনাল ক্যাপাসিটি ধ্বংস করে দেওয়া হয়েছে।”
মনিরুল বলেন, জঙ্গিরা গত বছর যে শক্তি সঞ্চয় করেছিল তা এখন আর নেই। আমরা এটা ধ্বংস করেছি। এই মুহূর্তে দেশে আর জঙ্গি হামলার আশঙ্কা নেই।
গুলশান হামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মনিরুল জানান, ওই হামলার গুরুত্বপূর্ণ একজন আসামীর রিমান্ড শেষ হওয়ার পর অভিযোগপত্র নিয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ।
গত বছর ১ জুলাই জঙ্গিরা গুলশানে হলি আর্টিজান বাকারিতে হামলা চালিয়ে ২০ জন জিম্মি ও দুই জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছিল। বাংলাদেশে এখন পর্যন্ত এটাকেই সবচেয়ে বড় জঙ্গি হামলা হিসেবে ধরা হয়।
দেশের বাইরে থেকে জঙ্গিদের আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়ার কথাও জানিয়েছেন মনিরুল। তিনি বলেন, এ ধরনের জঙ্গিদের খুঁজে বের করতে গোয়েন্দা সহযোগিতা নেওয়া হচ্ছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ক্রাব আয়োজিত ইংলিশ স্পোকেন কোর্সের উদ্বোধন উপলক্ষে বক্তৃতা দেন এই পুলিশ কর্মকর্তা।
Comments