আশুগঞ্জ বিদুৎ কেন্দ্রে আগুন: সরবরাহ বিঘ্নিত

Ashuganj
আশুগঞ্জ বিদুৎ কেন্দ্রে আজ আগুন লাগার কারণে তিনটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদুৎ কেন্দ্রে আজ আগুন লাগার কারণে তিনটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, জাতীয় গ্রিডে ৭২৫ মেগাওয়াট বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

সকাল ১০টার দিকে আগুন লাগার পর বিকল্প গ্রিড ব্যবহার করা হচ্ছে।

আশুগঞ্জ বিদুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এএসএম সাজ্জাদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ১৩০ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে আগুন লাগে। আগুনে তিন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়। ইউনিটগুলো মেরামতের কাজ চলছে, তবে তা সারাতে সময় লাগবে।

তিনি আরও জানান, “আগুন লাগার কারণে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুর জেলায় বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে।”

তবে, বিকল্প ব্যবস্থায় অন্য একটি গ্রিড দিয়ে বিদুৎ সরবরাহ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Comments

The Daily Star  | English

Divide in democratic forces aiding fascists: Fakhrul

Expressing concerns, BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today said that the associates of fascists have started resurfacing due to a divide in democratic forces

38m ago