ইংলিশ মিডিয়াম স্কুলের সেশন ফি অবৈধ: হাইকোর্ট
ইংলিশ মিডিয়াম স্কুলে নেওয়া সেশন ফি-কে আজ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়াও, স্বচ্ছতার মাধ্যমে স্কুল পরিচালনার বিষয়েও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ১৯৬২ সালের প্রাইভেট (ইংলিশ মিডিয়াম) স্কুল এবং কলেজ অর্ডিন্যান্স এবং ২০০৭ সালের প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল রেজিস্ট্রেশন রুল অনুযায়ী ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য অবশ্যই একটি পরিচালনা কমিটি গঠন করতে হবে।
অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠানের কর্তৃপক্ষদের নিয়ে স্কুলগুলোর পরিচালনা কমিটি তৈরি করতে হবে। এই কমিটির মাধ্যমে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করে স্কুলের শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দিতে হবে এবং তাদের বেতন-ভাতা নির্ধারণ করে নিতে হবে।
ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের অবশ্যই বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের অবদান বিষয়ে পড়াতে হবে। এছাড়াও, অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দিবসগুলো পালন করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয় যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পরিচালনা কমিটি শিক্ষার্থীদের ভর্তি ফি নির্ধারণ করবে। এছাড়াও, অডিট রিপোর্ট স্কুলের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
হাইকোর্ট বেঞ্চের বিচারক শেখ হাসান আরিফ এবং বিচারক মোহাম্মদ বদরুজ্জামান শিক্ষার্থীদের সেশন ফি চ্যালেঞ্জ করে ২০১৪ সালে দায়ের করা দুটি রিট পিটিশনের শুনানি শেষে এই আদেশ দেন। ইংলিশ মিডিয়াম স্কুলের দুই শিক্ষার্থীর অভিভাবকরা এই রিট পিটিশন দায়ের করেন।
আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার আনিক আর হক এবং অ্যাডভোকেট জে আর খান রবিন দ্য ডেইলি স্টারকে বলেন যে আদালতের এই রায় মেনে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে ভর্তি ফি নিতে হবে।
Comments