ইউএনওর বিরুদ্ধে মামলা প্রত্যাহার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ছবি দিয়ে আমন্ত্রণপত্র ছাপানোর অভিযোগে বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তারিক সালমনের বিরুদ্ধে যে মানহানি মামলা হয়েছিল তা আজ প্রত্যাহার করা হয়েছে।
ইউএনও তারিক সালমন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ছবি দিয়ে আমন্ত্রণপত্র ছাপানোর অভিযোগে বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তারিক সালমনের বিরুদ্ধে যে মানহানি মামলা হয়েছিল তা আজ প্রত্যাহার করা হয়েছে।

বরিশাল আওয়ামী লীগের সাবেক নেতা ওবায়দুল্লাহ সাজু ইউএনওর বিরুদ্ধে গত মাসে পাঁচ কোটি টাকার মানহানি মামলাটি করেন।

গতবছর স্বাধীনতা দিবসে আগৈলঝাড়া উপজেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এক শিশু বঙ্গবন্ধুর ছবিটি এঁকেছিল। পরে এই ছবি দিয়ে আমন্ত্রণপত্র ছেপেছিলেন ইউএনও।

মামলা প্রত্যাহারের জন্য আজ আদালতে আবেদন করেন মামলার বাদী সাজু। শুনানি শেষে বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অমিত কুমার দে আবেদন মঞ্জুর করে মামলা খারিজ করে দেন।

মামলার কারণ হিসেব বাদী বলেছেন, ‘ভুল বুঝাবুঝি’ থেকে তিনি ইউএনওর বিরুদ্ধে মামলা করেছিলেন।

গত বুধবার ওই মানহানি মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন তারিক সালমন। আদালত প্রথমে তা নামঞ্জুর করলে ইউএনওকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। অবশ্য দুই ঘণ্টা পর তার জামিন মঞ্জুর করা হয়।

ইউএনওর বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করলে গত শুক্রবার সাজুকে ‘অতি উৎসাহের’ কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপক আলোচনা তৈরি করে। পঞ্চম শ্রেণির ছাত্রের আঁকা বঙ্গবন্ধুর ছবি আমন্ত্রণপত্রে ব্যবহার করায় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই ইউএনওর প্রশংসা করেন।

তারিককে গ্রেফতারের ঘটনায় বরিশাল আদালতে দায়িত্ব পালনকারী ছয় জন পুলিশ সদস্যকে গতকাল দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

Comments