ইসি গঠনে পাঁচ জনের নাম চেয়েছে সার্চ কমিটি

search-committee.
আজ সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের কথা বলেন, ছবি: তুহিন শুভ্র অধিকারী

নির্বাচন কমিশন গঠনে দেশের ৩১টি রাজনৈতিক দলের কাছে নামের প্রস্তাব চেয়েছে নবগঠিত সার্চ কমিটি। আগামী ৩১ জানুয়ারির মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের কাছে নামগুলো জমা দিতে বলা হয়েছে।

সার্চ কমিটি আগামী সোমবার বিকাল ৪টায় সুপ্রিম কোর্ট জজ লাউঞ্জে সুশীল সমাজের বিশিষ্ট ১২ জনের সঙ্গে বৈঠকে বসবে। আজ সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

এই বিশিষ্ট ১২ ব্যক্তি হলেন— হাইকোর্টের সাবেক বিচারক মো আব্দুর রশিদ, অধ্যাপক ড একে আজাদ চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, এসএমএ ফায়েজ, সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার সহুল হোসেন, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা।

এর আগে আজ সকাল ১১টায় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের সার্চ কমিটি সুপ্রিম কোর্ট বিচারক লাউঞ্জে বৈঠক করেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ ৩১টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর রাষ্ট্রপতি গত ২৫ জানুয়ারি সার্চ কমিটি গঠন করেন।

এই কমিটির অপর সদস্যরা হলেন, হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, কম্পট্রোলার ও অডিটর জেনারেল মাসুদ আহমেদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।



Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

51m ago