ঈদে বাড়ি ফেরা: রংপুরে ট্রাক উল্টে নিহত ১৬

রংপুরের পীরগঞ্জে এই ট্রাকটি উল্টে ১৭ জন ঈদযাত্রী নিহত হয়েছেন। ছবি: স্টার

রংপুরের পীরগঞ্জে একটি ট্রাক উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আজ ভোরের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। ঈদের ছুটিতে ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন স্বল্প আয়ের এই লোকগুলো।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দ্য ডেইলি স্টার-এর দিনাজপুর প্রতিনিধিকে বলেন, বাড়িতে ঈদ উদযাপন করতে ট্রাকে করে গাজীপুর থেকে বাড়ি ফিরছিলেন। সিমেন্ট বোঝাই ট্রাকটিতে প্রায় ৩৫ জনের মত ছিলেন। তারা সবাই নিম্ন আয়ের কর্মজীবী ও দিনমজুর।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি আরও বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। ঢাকা-রংপুর মহাসড়কের কলাবাগান এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও পাঁচ জন মারা যান। অন্য আহতদের পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago