উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদের রিট

গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ বিএনপি নেতা মওদুদ আহমদ গতকালের ওই উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন।
আজ দায়ের করা রিটে, উচ্ছেদ কার্যক্রম বন্ধ ও বাড়িটির জমিতে কোন রকম পরিবর্তন না আনার নির্দেশ দিতে হাইকোর্টের কাছে আবেদন জানানো হয়েছে।
মওদুদের এক আইনজীবী এহসানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, বাড়ির দখল মওদুদ আহমদের কাছে ফিরিয়ে দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য রিট আবেদনে বলা হয়েছে। আজ এই রিটের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
বাড়ির মালিকানা নিয়ে আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর গতকাল বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদকে তার গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ করে রাজউক। বাড়িটির মূল্য প্রায় ৩০০ কোটি টাকা।
Comments