উবারের প্রেসিডেন্ট জেফ জোনসের পদত্যাগ

স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবারের প্রেসিডেন্ট জেফ জোনস পদত্যাগ করেছেন। সংকটে থাকা এই কোম্পানিটিতে মাত্র ছয় মাস দায়িত্ব পালন করেই পদ ছাড়লেন তিনি। রবিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে তার পদত্যাগের খবর প্রকাশিত হয়।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম রিকোড জানিয়েছে, উবারের ব্যবসায়িক কৌশল নিয়ে অসন্তুষ্ট ছিলেন জোনস। এ নিয়ে উবারের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনাও করেছিলেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে বিবৃতিতে তিনি বলেন, “নেতৃত্ব নিয়ে আমি যা বিশ্বাস করতাম তার সাথে উবারে আমার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। ফলে আমার পক্ষে আর প্রেসিডেন্ট থাকা সম্ভব হলো না।”

খবরে প্রকাশ, উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রেভর কালিয়ানিক তাকে পদত্যাগ করতে বলেছিলেন।

উবারের কর্মীদের মধ্যে নারী-পুরুষ বৈষম্যের সংস্কৃতি ও আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে বিশেষ সফটওয়্যার ব্যবহারের কথা সম্প্রতি ফাঁস হয়ে যায়। এ নিয়ে কিছুদিন থেকেই বেশ বিপাকে ছিল ৭০ বিলিয়ন ডলারের কোম্পানিটি। প্রেসিডেন্টের পদত্যাগ এই সংকটকেই আরও বাড়িয়ে তুললো।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago