এইচএসসি, সমমানের পরীক্ষার ফল ২৩ জুলাই
দেশের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও এর সমমানের পরীক্ষার ফল আগামী ২৩ জুলাই প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ফল প্রকাশের এই তারিখ দ্য ডেইলি স্টারকে জানান।
প্রথা অনুযায়ী, আগামী ২৩ জুলাই পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়। এতে ১০ লাখ ১৮ হাজার শিক্ষার্থী অংশ নেন। এদের প্রায় অধিকাংশই নারী।
Comments