একাদশ শ্রেণিতে ভর্তি ৯-২৬ মে, আবেদন এসএমএস ও অনলাইনে

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সরকার। নীতিমালায় জানানো হয়েছে, এ বছর ৯ থেকে ২৬ মে এর মধ্যে এসএমএস ও অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সরকার। নীতিমালায় জানানো হয়েছে, এ বছর ৯ থেকে ২৬ মে এর মধ্যে এসএমএস ও অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

আজ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নীতিমালায় বলা হয়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলে এসএমএস-এর মাধ্যমে আবেদন করা যাবে।

অনলাইন আবেদনের জন্য ফি ধরা হয়েছে ১৫০ টাকা। আর এসএমএস-এর মাধ্যমে ভর্তির আবেদনে ফি লাগবে ১২০ টাকা। ভর্তির জন্য প্রত্যেক শিক্ষার্থী নূন্যতম পাঁচ থেকে সর্বোচ্চ ১০টি কলেজ বা অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানকে পছন্দের তালিকায় রাখতে পারবে।

ভর্তির জন্য আবেদনকারীদের মেধা ও পছন্দের ভিত্তিতে কলেজ নির্ধারণ করে দেওয়া হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ জুন। এরপর আরও দুই দফায় শিক্ষার্থী ভর্তি করানো হবে।

ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে একদশ শ্রেণির ক্লাশ শুরু হবে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Mobilise collective strength to prevent genocide: PM urges world

The PM this on the eve of the International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide and of the Prevention of this Crime and the 75th anniversary of the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide

21m ago