একাদশ শ্রেণিতে ভর্তি ৯-২৬ মে, আবেদন এসএমএস ও অনলাইনে

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সরকার। নীতিমালায় জানানো হয়েছে, এ বছর ৯ থেকে ২৬ মে এর মধ্যে এসএমএস ও অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সরকার। নীতিমালায় জানানো হয়েছে, এ বছর ৯ থেকে ২৬ মে এর মধ্যে এসএমএস ও অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

আজ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নীতিমালায় বলা হয়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলে এসএমএস-এর মাধ্যমে আবেদন করা যাবে।

অনলাইন আবেদনের জন্য ফি ধরা হয়েছে ১৫০ টাকা। আর এসএমএস-এর মাধ্যমে ভর্তির আবেদনে ফি লাগবে ১২০ টাকা। ভর্তির জন্য প্রত্যেক শিক্ষার্থী নূন্যতম পাঁচ থেকে সর্বোচ্চ ১০টি কলেজ বা অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানকে পছন্দের তালিকায় রাখতে পারবে।

ভর্তির জন্য আবেদনকারীদের মেধা ও পছন্দের ভিত্তিতে কলেজ নির্ধারণ করে দেওয়া হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ জুন। এরপর আরও দুই দফায় শিক্ষার্থী ভর্তি করানো হবে।

ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে একদশ শ্রেণির ক্লাশ শুরু হবে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Prof Muhammad Yunus on Bangladesh India relations

Dhaka-Delhi ties should be based on equity: Prof Yunus

Chief Adviser Prof Muhammad Yunus today said they need to maintain good relations with India but that should be based on equity and fairness

1h ago