এনডিএফ বিডি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ)-এর আয়োজনে “ইকোফুড ৪র্থ এনডিএফ বিডি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব” সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এবারের উৎসবের স্লোগান ছিল “যুক্তি দিয়ে মুক্তি হোক রবি-লালনের ভূমি”।
উৎসবটিতে খুলনা বিভাগের ১০টি জেলার ২২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২,০০০ শিক্ষার্থী ও তাঁদের শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হারুন-অর-রশীদ আসকারী। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার ও ডিবেটিং সোসাইটির মডারেটর।
উৎসবে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব শহীদুল আলম সাচ্চু, বিশ্ব বিতর্ক বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা।
আরও উপস্থিত ছিলেন এবারের উৎসবের টাইটেল স্পন্সর ইকো ফুড এর জেনারেল ম্যানেজার কাজী রুহুল আমীন। উৎসবটি সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এ কে এম শোয়েব।
Comments