এফবিআই প্রধান জেমস কমিকে বরখাস্ত করেছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস কমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কমি যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে নেতৃত্ব দিচ্ছিলেন। ট্রাম্পের এই পদক্ষেপ দেশটিতে তীব্র রাজনৈতিক বিতর্ক জন্ম দিয়েছে।
নির্বাচনের সময় ডেমোক্রেটিক দলের তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির তদন্তে কমির ভূমিকাকে বরখাস্তের কারণ হিসেবে দেখিয়েছেন ট্রাম্প।
তবে ট্রাম্পের সর্বশেষ এই পদক্ষেপে ডেমোক্রেটদের সন্দেহ অন্যখানে। দলটিসহ অন্যরা মনে করছে, নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে রুশ সংশ্লিষ্টতার তদন্তকে বাধাগ্রস্ত করতে ট্রাম্প এমন কাজ করেছেন।
এমনকি অনেক ডেমোক্রেট এই ঘটনাকে ১৯৭৩ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে তুলনা করছেন। সে সময় ওয়াটারগেট কেলেঙ্কারির একজন তদন্তকারীকে বরখাস্ত করেছিলেন নিক্সন।
তবে কমিকে বরখাস্তের পেছনে কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য থাকার কথা অস্বীকার করেছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা।
Comments