এরশাদের নেতৃত্বে ‘সম্মিলিত জাতীয় জোট’ ঘোষণা

জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ। স্টার ফাইল ফটো

আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন জোট ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। জোটের নেতৃত্বে রয়েছেন এইচ এম এরশাদ। জাতীয় নির্বাচনের দুই বছরের কম সময় বাকি থাকতে দেশের রাজনৈতিক ময়দানে এই নতুন জোট আত্মপ্রকাশ করলো।

আজ সকালে জেপি প্রধান এরশাদ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘সম্মিলিত জাতীয় জোট’ গঠনের ঘোষণা দেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের জোট থেকে জাতীয় পার্টি বেরিয়ে এসেছে বলেও উল্লেখ করেন এরশাদ।

জোট ঘোষণা হলেও জোটের সদস্য দলের সংখ্যার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি এরশাদ। তবে দলটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে এই সংখ্যা ৫৮।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

9m ago