কলকাতায় আবাসিক হোটেলে আগুন, নিহত ২

কলকাতার একটি আসাবিক হোটেলে আজ ভোর ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকেই। তবে হতাহতদের মধ্যে কোন বাংলাদেশি নেই বলে জানা গেছে।
দমকলের ১০টি ইঞ্জিন প্রায় চার ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আটকে পড়া আবাসিকদের মধ্যে ৩১ জনকে ল্যাডার দিয়ে উদ্ধার করা হয়। চারতলা থেকে আগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে। হাসপাতাল নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন।
মধ্য কলকাতার হো-চি-মিন সরণিতে অবস্থিত চারতলার হোটেলের (গোল্ডেন পার্ক) নিচতলার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।
আগুন ছড়িয়ে পড়তেই হোটেলের আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই জানালা দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করে আহত হন। এরকম ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।
রাজ্যের দমকল মন্ত্রী ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন, গভীর রাতে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং আটকে পড়া আবাসিকদের মধ্যে ৩১ জনকে উদ্ধার করা হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।
Comments