কানাডায় মসজিদে গুলিতে ৬ জন নিহত
কানাডার কুইবেক সিটির একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে ছয় জন নিহত হয়েছেন। হামলার সময় ইসলামিক সেন্টারের মসজিদটিতে মাগরিবের নামাজ চলছিল।
ঘটনার পর পরই একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, হামলাকারীরা সংখ্যায় তিন জন ছিলেন। মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ জনের ওপর গুলি চালান তারা।
কুইবেক পুলিশ টুইট করে বন্দুক হামলার কথা নিশ্চিত করেছে। ঘটনাস্থলে থাকা পুলিশ হতাহতের কথা জানিয়েছে।
কুইবেক পুলিশের মুখপাত্র সাংবাদিকদের বলেন, “বহু মানুষ হতাহত হয়েছেন... বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।”
হামলাকারীরা আটক হয়েছে বলে আরেক টুইটে জানিয়েছে পুলিশ।
মসজিদের সভাপতি মোহাম্মদ ইয়াঙ্গুই বলেন, “এখানে কেন হামলা হলো? এটা বর্বর।” তবে হামলার সময় তিনি মসজিদে ছিলেন না। তিনি জানান, আহতদের কুইবেক সিটির বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
২০০৬ সালে ইসলামিক সেন্টারটির দরজায় শুকরের মাথা পাওয়া গিয়েছিল।
Comments