কুকুর যখন ভ্যান চালকের ‘হেলপার’

মহাখালী বা বনানী এলাকায় গিয়ে থাকলে একটি অদ্ভুত দৃশ্য চোখে পড়বে। একজন ভ্যান চালক তার ভ্যানে একটি পোষা কুকুর নিয়ে চলেন। দৃশ্যটি অদ্ভুত এ কারণেই যে ঢাকা শহরে এমন ঘটনা দেখতে আমরা তেমন একটা অভ্যস্ত নই। এতে যেমন অনেকে অবাক হন তেমনি অনেকেই আবার ভয়ও পান।
অনেকটা কৌতূহলের বশেই কুকুর ও তার মালিকের সন্ধানে মহাখালীর ওয়্যারলেস গেইটে যান এই প্রতিবেদক। আশপাশের লোকজনের কাছে কুকুরের প্রসঙ্গ তুলতেই সবাই দয়ালের খোঁজ দেন। আসলে দয়ালকে চেনেন না এমন মানুষ ওই এলাকায় বিরল। সহকর্মী অন্যান্য ভ্যান চালকদের কাছে দয়াল প্রায় একজন কিংবদন্তীর সমতুল্য। তবে দয়াল তার আসল নাম না। মা-বাবা নাম রেখেছিলেন মাসুম। কিন্তু বন্ধুদের কাছে তিনি দয়াল নামেই পরিচিত। নাম বদলের পেছনেও কারণ আছে। প্রতিবেশী বা যে কারও প্রয়োজনে সবার আগে ছুটে যান তিনি।
এমন অনেকেই রয়েছেন যারা তাদের পোষা প্রাণীদের সেভাবে যত্ন করেন না। দয়াল এ ক্ষেত্রে ব্যতিক্রম। সামর্থ্য অল্প হলেও কুকুরকে শ্যাম্পু দিয়ে গোসল করান দয়াল। এর পর যত্ন করে মাখান নারকেল তেল। কাজে যাওয়ার সময়ও কুকুরটিকে ভ্যানে চড়িয়ে নিয়ে যান তিনি। এমনকি কুকুর সাথে আনতে নিষেধ করলে দ্বিতীয়বার চিন্তা না করেই তিনি যে কারও কাজ ফিরিয়ে দেন।
অন্য সবার কাছে এটি সাধারণ একটি সাদা-কালো রঙের কুকুর হলেও দয়ালের কাছে সে মিস্টার জনি। এই নামে ডাকলেই সে কেবল সাড়া দেয়। দয়াল ভাবেন, আমরা যদি মানুষকে সম্মান করতে পারি তাহলে কুকুরকে কেন নয়?
Comments