কুনিও হত্যায় ৫ জেএমবি জঙ্গির ফাঁসি
রংপুরের কাউনিয়া উপজেলায় জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র পাঁচ সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন জেলার পীরগাছা উপজেলার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), ইছাহাক আলী (২৫), বগুড়া সদর উপজেলার লিটন মিয়া (২৩) ওরফে রফিক, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাখাওয়াত হোসেন (৩২) এবং আনসার উল্লাহ আনসারী।
মামলায় অপর আসামি আবু সাঈদকে খালাস দিয়েছেন আদালত।
দ্য ডেইলি স্টার দিনাজপুর সংবাদদাতা জানান, আজ মঙ্গলবার সকালে রংপুরের বিশেষ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
সরকারী কৌসুলী রথীশ চন্দ্র ভৌমিক জানান যে দণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে আনসারী পলাতক থাকলেও বাকি চারজন কারাগারে রয়েছে।
মামলা চলাকালে মোট ৫৬জনের সাক্ষ্য নেওয়া হয়। সরকারী ও আসামী পক্ষের আইনজীবীরা তাঁদের যুক্তিতর্ক গতকাল সন্ধ্যায় শেষ করলে আদালত আজ এই রায় দেন বলে তিনি জানান।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর দুই-তিনজন সন্ত্রাসী একটি মোটর সাইকেলে এসে কাউনিয়া উপজেলার আলটারি গ্রামে ৬৬ বছর বয়সী জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে। তিনি সে এলাকায় গবাদি পশুর খাবারের জন্য উন্নত মানের ঘাসের চাষ করতেন।
Comments