কুমিল্লায় পুলিশের ওপর হামলা, আটক ২
কুমিল্লায় একটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। প্রিজন ভ্যানে বোমা হামলা করে মৃত্যুদণ্ড পাওয়া জঙ্গিনেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার এক দিনের মধ্যে এই ঘটনা ঘটল।
আমাদের কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই হামলার ঘটনাটি ঘটে। এর আগে পুলিশ জানিয়েছিল, আটক দুই জন “জেএমবির জঙ্গি”।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা জানান, দুপুর ১২টার দিকে যাত্রীবাহী একটি বাসে নিয়মিত তল্লাশির সময় পুলিশের দিকে বোমা ছুড়ে তারা পালানোর চেষ্টা করে।
তিনি আরও জানান, পুলিশ পাল্টা গুলি চালিয়ে হামলাকারীদের ধরে ফেলে। এই দুজন হলেন, চট্টগ্রামের পটিয়ার হাসান (২২) ও জসিম (২০)। পুলিশ বলেছে, “দু জন জঙ্গিরই হাতে গুলি লেগেছে।”
গতকাল হরকাতুল জিহাদ আল ইসলামীর শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানকে বহনকারী প্রজন ভ্যানে সন্দেহভাজন জঙ্গিরা বেশ কয়েকটি বোমা মারে। পুলিশের সন্দেহ, জঙ্গিনেতাকে ছিনিয়ে নিতে হামলা চালানো হয়েছিল।
Comments