কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে আজ ভোর রাতে এক ‘বন্দুকযুদ্ধে’ একজন সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, আলেক মোল্লার ছেলে নিহত আব্দুস সেলিম (৪০) আন্ত-জেলা ডাকাতদলের সদস্য ছিলেন।
সেলিম ও তার দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল ও দৌলতপুর পুলিশ আদাবাড়িয়া এলাকায় যৌথ অভিযান চালায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের ওপর গুলি ছোঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।
এরপর, পুলিশ সেলিমের গুলিবিদ্ধ দেহ মাটিতে পড়ে থাকতে দেখলে তাকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেয়, বলে ওসি জানান।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এলজি রাইফেল, চারটি গুলি এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে। তবে সেলিমের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
Comments