ক্রাইস্টচার্চে মুশফিককে ঘিরে অনিশ্চয়তা

Mushfiqur-Rahim
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ১৬ জানুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বল মারতে গিয়ে মাটিতে পড়ে যান, ছবি: বিসিবি

আগামী ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অধিনায়ক মুশফিকুর রহিমকে মাঠে পাওয়ার জন্য অধীর আগ্রহে আছে সফরকারী বাংলাদেশ দল।

কিন্তু দলের ফিজিওথেরাপিস্ট ডিন কনওয়ের মতে এই মূহুর্তে সে সম্ভাবনা ক্ষীণ। কেননা, মুশফিকের বুড়ো আঙ্গুলের ব্যথা সারানোর জন্য সময়ের প্রয়োজন।

এই প্রাক্তন ব্রিটিশ ফিজিও আরো জানান, ইমরুল কায়েসেরও সুস্থ হওয়ার জন্য বিশ্রামের দরকার।

এদিকে আবার দলের বাঁ-হাতি ব্যাটসম্যান মমিনুল হকের বুকের ব্যথা নিয়েও উদ্বেগের ভেতর আছেন কনওয়ে।

তাই ইনজুরি-আক্রান্ত বাংলাদেশ দলকে এখন হিমশিম খেতে হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ১১ জনের একটি যুতসই তালিকা তৈরি করতে। যদি মুশফিকের মাঠে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে যায় তাহলে নুরুল হাসানের টেস্ট অভিষেক হবে ক্রাইস্টচার্চে।

Comments

The Daily Star  | English
chief adviser muhammad yunus speech

CA to meet BNP, Jamaat and NCP tomorrow

Press secretary says no force can prevent the election from happening in the first half of February 2026

40m ago