ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পুনর্বাসনের উদ্যোগ জানতে চেয়েছে হাইকোর্ট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে আজ জানতে চেয়েছেন হাইকোর্ট।
বাড়ি থেকে উচ্ছেদের পর গাছতলায় উদ্বিগ্ন সাঁওতাল নারীরা। স্টার ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে আজ জানতে চেয়েছেন হাইকোর্ট।

গত বছর ৬ নভেম্বর উচ্ছেদ অভিযানের পর গৃহহীন হয়ে পড়া এই আদিবাসীদের পুনর্বাসিত করতে কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না সে ব্যাপারে দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা চেয়েও রুল জারি করেন আদালত।

গাইবান্ধার জেলা প্রশাসক ও গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উচ্ছেদের সময়ের আলামত ধ্বংস করার আইনগত ভিত্তি নিয়ে অপর একটি রুলের শুনানির সময় হাই কোর্টের বিচারপতি কাজি রেজা উল হক ও মোহাম্মদ উল্লাহর বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আজ এই রুল ও আদেশ দেন।

Click here to read the English version of this news

Comments