খালেদার ৪ মামলা হাইকোর্টে স্থগিত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে করা চারটি মামলার বিচার কার্যক্রম আজ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট।

স্থগিত করার পাশাপাশি মামলাগুলো কেন বাতিল করা হবে না, পৃথক রুলের মাধ্যমে তাও সরকারের কাছে জানতে চেয়েছেন আদালত। মামলার কার্যক্রম স্থগিত চেয়ে খালেদার চারটি পৃথক আবেদনের শুনানির পর বিচারপতি মো মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

২০১৫ সালে বিএনপি নেতৃত্বাধীন জোটের সরকারবিরোধী আন্দোলনের সময় খালেদার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানায় তিনটি ও যাত্রাবাড়ী থানায় অপর মামলাটি করা হয়।

বিচারিক আদালতে পুলিশ মামলাগুলোর চার্জশিট জমা দেওয়ার পর সম্প্রতি এগুলোর বিচার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে চারটি আবেদন করেন খালেদা।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

16h ago