খুলে দেওয়া হলো হাতিরঝিল-সোনারগাঁও ফ্লাইওভার

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের হাতিরঝিল থেকে সোনারগাঁও যাওয়ার অংশটি আজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ফ্লাইওভারের এই ৮৫০ মিটার অংশটি আজ সকালে উদ্বোধন করেন। তিনি আশা করেন যে এটি নগরীতে যানজট কমাতে সাহায্য করবে।
গত বছরের ৩০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতরাস্তা থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী অ্যাভিনিউ পর্যন্ত বিস্তৃত ফ্লাইওভারের দুই কিলোমিটারের প্রথম অংশটি উদ্বোধন করেন।
মগবাজার-মৌচাক ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য ৮.৭ কিলোমিটার।
Comments