গণমাধ্যমের সাথে সংলাপে নির্বাচন কমিশন

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। সংলাপে নির্বাচনের সম্ভাব্য সংস্কার নিয়ে সাংবাদিকদের মতামত গ্রহণ করবে কমিশন।

আজ সকাল সোয়া ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সংলাপ শুরু হয়। সেখানে উপস্থিত আমাদের প্রতিনিধি জানান, দৈনিক পত্রিকার সম্পাদকসহ প্রায় ২০ জন জ্যেষ্ঠ সাংবাদিক সংলাপে উপস্থিত রয়েছেন।

জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের মধ্যে আমানুল্লাহ কবির, নুরুল কবির, কাজী সিরাজ, নইম নিজাম, ইমদাদুল হক মিলন, শ্যামল দত্ত, মতিউর রহমান সংলাপে উপস্থিত রয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিকভাবে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন। এর আগে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। তখন ‘না ভোট’ ও নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হয়েছিল।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

33m ago