গুগল ডুডলে পহেলা বৈশাখ
বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখকে উদযাপন করছে সার্চ ইঞ্জিন গুগল। আজ গুগল ডুডলের মাধ্যমে এই উৎসবের আমেজ তুলে ধরা হয়।
ডুডলটিতে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ‘মঙ্গল শোভাযাত্রা’-কে ব্যানার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ব্যানারে দেখা যায় বাঘ, পেঁচা ও সূর্যসহ পাখি-জন্তুর রঙিন মুখোশ হাতে নিয়ে এগিয়ে চলছে শোভাযাত্রা।
প্রতিবছরের মতো আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের হয় ১৪২৪ বঙ্গাব্দকে স্বাগত জানাতে।
বাংলাপিডিয়ায় রয়েছে যে কৃষিকাজের সুবিধার্থে “সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।”
Comments