গুলশান হামলার ‘অস্ত্র সরবরাহকারী’ নাটোরে গ্রেফতার
রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম “অস্ত্র সরবরাহকারী” এবং “নব্য জেএমবি” নেতা আবু জারা ওরফে রাশকে নাটোরের সিংড়া উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানের বরাত দিয়ে আমাদের নাটোর সংবাদদাতা জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ২০১৬ সালের ১ জুলাই গুলশানে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারীদের একজন এবং এই ব্যক্তি হামলায় ব্যবহৃত অস্ত্র ও গ্রেনেড চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় বহন করে নিয়ে আসে।
এদিকে, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বগুড়া থেকে সিংড়া গিয়ে ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁর অধিবাসী রাশকে (২৪) সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।
প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
Comments