গুলশান হামলার আরেক ‘পরিকল্পনাকারী’ আটক
গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজিব ওরফে গান্ধীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো মোবাইল ফোন ক্ষুদে বার্তায় জানানো হয়, গত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট আলমকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে।
সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, তার বিরুদ্ধে ২০ থেকে ২২টি জঙ্গি হামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতার অভিযান সম্পর্কে আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
গত বছর ১ জুলাই গুলশানের কূটনৈতিক এলাকায় হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীরা হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে। নিহতদের বেশিরভাগই ছিলেন বিদেশি নাগরিক। ১২ ঘণ্টা জিম্মি রাখার ওই ঘটনায় দুই জন পুলিশ কর্মকর্তাও নিহত হন।
Comments