গ্রামীণফোনের নতুন সিইও মাইকেল ফলি

গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন কানাডীয় নাগরিক মাইকেল ফলি।
নতুন সিইও পিটার বি ফারবার্গের স্থলাভিষিক্ত হবেন যিনি ২০১৬ সালের অক্টোবর থেকে অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলির নিয়োগ আগামী ২৬ মে থেকে কার্যকর হবে।
কানাডায় জন্ম নেওয়া ফলি ২০১৪ সাল থেকে টেলিনর গ্রুপের সঙ্গে রয়েছেন। সবশেষ তিনি টেলিনর বুলগেরিয়ার সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর তারও আগে ফলি টেলিনর পাকিস্তানের প্রধান ছিলেন।
টেলিকম, খুচরা পণ্য ও গেমিং ক্ষেত্রে উদীয়মান ও উন্নত দুই ধরনের বাজারেই বিক্রয়, বিপণন ও পরিচালনায় তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
Comments