চলচ্চিত্র শিল্পীদের নতুন নেতা মিশা-জায়েদ

মিশা সওদাগর ও জায়েদ খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন।

মিশা সওদাগর ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট। অন্যদিকে জায়েদ খান ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।

নির্বাচিত সভাপতি মিশা সওদাগর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “চলচ্চিত্রের মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। তাঁরা আমাকে পছন্দ কওে তার প্রমাণ আবার পেলাম। ভোটর আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সব একে একে পূরণ করার চেষ্টা করবো। শিল্পীদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই। তাদের জন্যই কাজ করে যাবো।”

নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন একটা কিছু হবে এটা আশা রাখি। নির্বাচনের আগে থেকেই অনেক নতুনত্ব দেখিয়েছি। কিংবদন্তী শিল্পী আর নতুন প্রজন্মের অভিনয় শিল্পীদের সমন্বয় কারার চেষ্টা করেছি। আমরা শিল্পীদের স্বার্থে কাজ করার চেষ্টা করবো। এমন কিছু করবো না যা শিল্পীদের বিরুদ্ধে যায়। আমাকে নির্বাচিত কারায় সবাইকে ধন্যবাদ।”

এছাড়া সহ-সভাপতি পদে রিয়াজ ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নাদির খান পেয়েছেন ২৬৫ ভোট। পাশাপাশি কার্যনির্বাহী পরিষদে অন্যান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন সায়মন সাদিক (৩৬১), সুব্রত (৩১০), আরমান (২৬৫), রোজিনা (৩৪৪), অঞ্জনা ( ৩২২), সুশান্ত (৩৪২), আলীরাজ (৩০৩), মৌসুমী (৩৪৯), পূর্ণিমা (২৮২), পপি (৩০২), ফেরদৌস (২৬১), নাসরিন (২৬৮), জেসমিন (৩২৬), ইমন (২৬২), জ্যাকি আলমগীর (২৯৫), কমল (২৪২) ও জাকির হোসেন (১৯০)।

Comments

The Daily Star  | English
CAAB pilot licence irregularities Bangladesh

Regulator repeatedly ignored red flags

Time after time, the internal safety department of the Civil Aviation Authority of Bangladesh uncovered irregularities in pilot licencing and raised concerns about aviation safety, only to be overridden by the civil aviation’s higher authorities.

9h ago