চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার

eid_5

রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (২৬ জুন) বাংলাদেশে পালিত হবে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে সারাদেশে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মুসলমানরা উদযাপন করবে ঈদুল ফিতর।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে দেশের আকাশে চাঁদ ওঠার খবরটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।



সভা শেষে আনুষ্ঠানিকভাবে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান জানান, “দেশের কয়েকটি স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে”।



পরিবার-পরিজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই নাড়ির টানে বাড়ির পানে রাজধানী শহর ঢাকা ছেড়েছে লক্ষ লক্ষ মানুষ।



রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সোমবার সকাল সাড়ে আটটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদের প্রথম জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে।



এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে থাকছে পাঁচটি ঈদ জামাত। এগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে।



প্রতিবারের মতো এবারো দেশের বৃহতম ঈদ জামাত সোমবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদগাহ ময়দানে।



রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পৃথক পৃথক বাণীতে দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

3h ago