চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় জঙ্গি আবুসহ নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবুসহ চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত অন্য তিনজনের নাম জানা যায়নি।
সোয়াট সদস্যরা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ জঙ্গি আস্তানায় অপারেশন ‘ঈগল হান্ট’ শেষ করেছেন বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি এম খুরশিদ হোসেন।
তার আগে বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঐ আস্তানা থেকে আহত অবস্থায় জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া বেগম এবং এক শিশুকে বের করে আনেন।
দুটি পৃথক এ্যাম্বুলেন্সে তাদেরকে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমাদের স্থানীয় সংবাদদাতা।
Comments