চাঁপাইনবাবগঞ্জে ৩ ‘জঙ্গি’ আটক

Chapainawabganj
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায়। ছবি: স্টার

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ ভোরে চারজনকে আটক করে। এদের মধ্যে তিনজন সন্দেহভাজন জঙ্গি। এ সময় তাদের কাছ থেকে গান পাউডার ও আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

সন্দেহভাজন জঙ্গিরা হলেন গোমস্তাপুরের আব্দুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), মফিজ উদ্দিনের ছেলে আব্দুস শাকুর ওরফে শুকুরদি (৪৩) এবং তুগু মোড়লের ছেলে সাইফুল ইসলাম (৩২)।

র‌্যাব-৫ এর কমান্ডিং অফিসার মাহবুব আলম এক সংবাদ সম্মেলনে জানান যে আজ ভোর সাড়ে ৪টার দিকে এদের গোমস্তাপুরের বাজারপাড়া এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা সবাই “নব্য জেএমবি”-র সরওয়ার-তামিম গ্রুপের সদস্য।

এদের মধ্যে আব্দুস শাকুর আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেন বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে, র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার এনামুল করিমের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, “আটক জঙ্গি”-দের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জেলার নাচোল এবং গোমস্তাপুর উপজেলায় অভিযান চালায়।

জঙ্গিদের আটক করার সময় তাদের কাছ থেকে তিন কেজি গান পাউডার, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে, আজ সকালে গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম-শিমুলতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব।

সকাল ৮টার দিকে নাচোল উপজেলার চাঁদপাড়ায় একটি বাড়িতে অপর এক অভিযানে বাড়ির মালিক আব্দুল মজিদ তানু (৪৩) কে আটক করে নিয়ে যায় র‌্যাব।

এছাড়াও, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাচোল উপজেলার আরও দুটি বাড়িতে অভিযান চালায়। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago