চার পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন মুশফিকুর রহিম। একাদশে এসেছে পরিবর্তন।
ব্লুমফন্টেইনে তামিম ইকবাল থাকবেন না আগেই জানা গিয়েছিল। চোট কাটিয়ে তার জায়গায় ফিরেছেন সৌম্য সরকার। আগের ম্যাচের বোলিং ব্যর্থতায় শফিউল ইসলাম, তাসকিন আহমেদ আর মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়া হওয়া হয়েছে। তাদের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন শুভাশিস রায়, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
পচেফস্ট্রমে প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শুভাশিস রায় ও মোস্তাফিজুর রহমান।
Comments