চা ভেবে কীটনাশক পানে ২ শিশুর মৃত্যু
চা ভেবে কীটনাশক পান করে আজ ঠাকুরগাঁও সদরে একই পরিবারে প্রাণ হারালো দুই শিশু এবং অসুস্থ হয়ে পড়েছেন আরও পাঁচজন।
আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, নিহত সোহান (৭) এবং তার আড়াই বছরের বোন সোহানা জনৈক মইনুল হকের সন্তান।
পরিবারের সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মইনুলের ৫০ বছর বয়সী শাশুড়ি জামিলা বেগম চায়ের মতো দেখতে কীটনাশক ব্যবহার করায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে সোহানের মৃত্যু হলেও অন্য পাঁচজনকে দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন – সোহানা, জামিলা বেগম, মইনুলের স্ত্রী সাবিনা বেগম, চাচী শাশুড়ি সাফুরা বেগম, তাঁর স্বামী পজিবর রহমান এবং তাঁদের কন্যা সাদিয়া (৫)।
হাসপাতালের মেডিকেল অফিসার বলেন, সোহানা বিকাল সাড়ে ৪টার দিকে বিষক্রিয়ায় মারা যায়।
এদিকে, অবস্থার অবনতি হলে সাফুরা এবং সাদিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে তিনি জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ বলেন, “আমরা ধারণা করছি অরগানোফসফেট বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।”
Comments